Home এইমাত্র কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

SHARE

কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা সবাই মাদক, অস্ত্র ও হত্যা মামলার আসামি।

নিহতের নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বুধবার দিবাগত গভীর রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর জঙ্গলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি মোহাম্মদ জামিল, আসমত উল্ল্যা ও রফিককে গতকাল রাত ১২টার দিকে টেকনাফ থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাহারছড়া শামলাপুর জঙ্গলে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে গ্রেফতার তিনজনকেই গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।