Home জাতীয় ১৭ মে’র মধ্যে টিকা পাবেন আবাসিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৭ মে’র মধ্যে টিকা পাবেন আবাসিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

SHARE

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৭ মে’র আগে বিশ্ববিদ্যালয়ের এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের আগে টিকা দেওয়া হবে। তারপর টিকা যত আসতে থাকবে পর্যায়ক্রমে বাকিদেরও টিকার আওতায় আনা হবে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক থেকে বের হয়ে এসব কথা বলেন তিনি।

স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজের বাচ্চা, তারা তো ১৮ বছরের নিচে, তাদের তো টিকা দেওয়ার নিয়ম নেই।’

উল্লেখ্য, ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ৩ মার্চ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে, সে জন্য তাদের ভ্যাকসিন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। নির্দিষ্ট সময়ে তারা সেটি পেয়ে যাবেন।