আজ বুধবার (১০ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোভিড-১৯ এর টিকা নিতে যাচ্ছেন।
বাংলাদেশে গত ২৭জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মধ্যে দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
তবে গণ-টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। সব জেলা উপজেলার এক হাজারের বেশি কেন্দ্র থেকে একযোগে শুরু হয় এই টিকাদান কার্যক্রম।