Home জাতীয় পাকিস্তানি সৈন্যদের নজরদারি বন্ধের দাবি বঙ্গবন্ধুর

পাকিস্তানি সৈন্যদের নজরদারি বন্ধের দাবি বঙ্গবন্ধুর

SHARE

অগ্নিঝরা ১৫ মার্চে ঢাকাসহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন শহরে সভা, সমাবেশ, মিছিল, মিটিং চলতে থাকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সব অফিস আদালতে চলছে কর্মবিরতি। সরকারি ও বেসরকারি অফিস, ঘরবাড়ি এমনকি যানবাহনে উড়ানো হয় কালো পতাকা।

সামরিক বাহিনীর নয়াবিধি জারির প্রতিবাদে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে ছাত্ররা বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা দেন। সেদিন শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান।

প্রতিপক্ষের আঘাতের জবাব দেয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ।

বাঙালির অধিকার হরণের প্রতিবাদে শিল্পী ও বুদ্ধিজীবীরা তাদের খেতাব বর্জন করতে থাকেন। ঢাকার বিভিন্ন জায়গার চেকপোস্ট বসিয়ে পাকিস্তানি সৈন্যদের নজরদারি বন্ধের দাবি জানান বঙ্গবন্ধু।