দেশে করোনা সংক্রমন বাড়তে থাকায় ১৯শে মার্চ ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা না নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা।
সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। পরীক্ষার্থীরা বলেন, করোনা সংক্রমন বাড়তে থাকায় বিশ্বের অন্যান্য দেশ যখন নতুন করে লকডাউন দিচ্ছে, সেখানে পিএসসি এসময় পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত নিয়ে লাখ লাখ পরীক্ষার্থীকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান তারা।