Home জাতীয় চাঁদপুরে নৌপুলিশের সঙ্গে সংঘর্ষে জেলে নিহত

চাঁদপুরে নৌপুলিশের সঙ্গে সংঘর্ষে জেলে নিহত

SHARE

চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌপুলিশের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন জেলেকে আটক করা হয়েছে।

নিহত মাসুদ মিয়ার (২২) বাড়ি মুন্সীগঞ্জের কালিরচর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতে মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় নদীতে জাটকা ধরার কারণে একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌপুলিশ। জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লগি-বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা চালায়। পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাসুদ নামে এক জেলের বাম পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন তিনি মারা যান।

এ ছাড়া এ ঘটনায় দুই জেলেকে আটক করার পাশাপাশি ২৫ কেজি জাটকা, দুই হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়েছে।