Home খেলা বাটলারের ঝরে উড়ে গেল ভারত

বাটলারের ঝরে উড়ে গেল ভারত

SHARE

জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলতি টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের তিন টি-টোয়েন্টি শেষে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার তৃতীয় ম্যাচটি জিতে সিরিজে দ্বিতীয়বারের মতো লিড নিয়েছে সফরকারীরা।

আহমেদাবাদের মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলির নান্দনিক ৭৭ রানের ইনিংসের পরেও ১৫৬ রানের বেশি করতে পারেনি ভারত। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড।

এ জয়ে বড় অবদান উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারের। রান তাড়া করতে নেমে তিনি খেলেছেন ৫২ বলে ৮৩ রানের ইনিংস। ওপেনিং নেমে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন বাটলার।

কোহলির শৈল্পিক ইনিংসকে মাত করতে বাটলার খেলেছেন স্বভাবসুলভ আগ্রামী ঢংয়ে। শেষপর্যন্ত ৫ চার ও ৪ ছয়ের মারে ৫২ বলে ৮৩ রান করেন তিনি। দলকে জেতানোয় অগ্রণী ভূমিকা রাখায় বাটলারের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তাকে সঙ্গ দিয়ে ২৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জনি বেয়ারস্টো।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল যাচ্ছেতাই। প্রথম পাওয়ার প্লে’তে মাত্র ২৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে মূলত কোহলির সুবাদেই দাঁড় করায় ১৫৬ রানের সংগ্রহ। রিশাভ পান্ত ২০ বলে ২৫ রান করে খানিক সঙ্গ দেন।

ইনিংসের সর্বোচ্চ ৭০ রানের জুটি আসে ৫ উইকেট পড়ার পর। যেখানে হার্দিক পান্ডিয়ার অবদান ১৫ বলে মাত্র ১৭ রান। বাকি কাজ একাই করেছেন কোহলির। ক্যারিয়ারের ২৭তম টি-টোয়েন্টি ফিফটিতে ৮ চার ও ৪ ছয়ের মারে ৪৬ বলে ৭৭ রান করে অপরাজিত ছিলেন ভারতীয় অধিনায়ক।

বৃহস্পতিবার একই মাঠে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। যেটি জিতলে সিরিজের শিরোপা নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডে। অন্যদিকে সমতা ফেরাতে মাঠে নামবে স্বাগতিক ভারত।