Home জাতীয় যুক্তরাষ্ট্রে ম্যাসাজ পার্লারে বন্দুক হামলায় নিহত ৮

যুক্তরাষ্ট্রে ম্যাসাজ পার্লারে বন্দুক হামলায় নিহত ৮

SHARE

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাসাজ পার্লারে বন্দুক হামলায় সাত নারীসহ আট জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

চেরোকি কাউন্টির পুলিশ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চেরোকি কাউন্টিতে ইয়াং এশিয়ান ম্যাসাজ পার্লারে বন্দুক হামলায় চার জন নিহত ও একজন আহত হয়। নিহতদের মধ্যে দুই এশীয় নারী, এক শ্বেতাঙ্গ নারী ও এক জন পুরুষ রয়েছেন।

পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট সাংবাদিকদের জানান, সন্ধ্যার ৬টার একটু আগে পুলিশের কাছে টেলিফোনে ডাকাতির খবর আসে। পুলিশ একটি বিউটি স্পা থেকে তিন নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ওই ঘটনার তদন্ত চলাকালে পুলিশ কর্মকর্তারা সড়কের ওপারে আরেকটি বিউটি স্পা থেকে ফোন পান। সেখানে গুলিবিদ্ধ আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। দুটি ম্যাসাজ পার্লারে নিহত চার নারীই এশীয়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পরই হামলাকারী রবার্ট আরন লং নামে ২১ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চেরেকি কাউন্টি থেকেই গ্রেপ্তার করা হয়।

ক্যাপ্টেন জে বেকার জানান, তিনটি হামলাতেই রবার্ট আরন জড়িত ছিল।