Home আন্তর্জাতিক তানজানিয়ার প্রেসিডেন্ট মারা গেছেন

তানজানিয়ার প্রেসিডেন্ট মারা গেছেন

SHARE

৬১ বছর বয়সে মারা গেলেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। খবরটি জানিয়েছেন আফ্রিকার দেশটির ভাইস-প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।

দার-ইস-সালামের একটি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের জটিলতায় মাগুফুলি মারা যান বলে রাষ্ট্রীয় টেলিভিশন থেকে ঘোষণা আসে।

বিবিসি বলছে, দুই সপ্তাহের বেশি সময় মাগুফুলিকে প্রকাশ্যে দেওয়া যায়নি। গুঞ্জন ছিল, তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না।

গত সপ্তাহে বিরোধীপক্ষের রাজনীতিকেরা দাবি করেন, জন মাগুফুলির করোনা হয়েছে। কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন প্রয়াত প্রেসিডেন্ট। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রার্থনা ও হারবাল-ইনফিউজড স্টিম থেরাপির কথা বলেন তিনি।

ভাইস-প্রেসিডেন্ট সামিয়া জানান, মাগুফুলির মৃত্যুতে ১৪দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে ও এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তানজানিয়ার সংবিধান অনুসারে, নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন সামিয়া সুলুহু হাসান। তিনি জন মাগুফুলির পাঁচ বছরের মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন। বছর খানেক আগে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা বসেন প্রয়াত প্রেসিডেন্ট।

মাগুফুলিকে শেষবার প্রকাশ্যে দেখা যায় ২৭ ফেব্রুয়ারি। করোনার গুজবের পর গত সপ্তাহে প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানায়, প্রেসিডেন্ট ভালো আছেন ও কাজ করছেন।

করোনার গুজবের জন্য বিদেশি বসবাসকারী ‘ঘূণ্য’ তানজানিয়ানদের প্রতি দোষারোপ করেন তিনি।

কিন্তু বিরোধী নেতা টুন্ডু লিসো বিবিসিকে বলেন, তার সূত্র জানিয়েছে করোনা আক্রান্ত মাগুফুলি কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তানজানিয়াকে গত বছর করোনামুক্ত বলে ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে টিকা কিনতে অসম্মতি জানায় দেশটি।

সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্টের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সোমবার চারজনকে গ্রেপ্তার করে তানজানিয়ার পুলিশ।