আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে আগাছা-পরগাছা দূর করা হবে। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না। অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। শুধু ঢাকা নয়, সারা দেশে শুদ্ধি অভিযান চালানো হবে। গতকাল বিকালে স্থানীয় পর্যটন গলফ মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের নেতা-কর্মীদের সাবধান করে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সাবধান হয়ে যাও। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। অপকর্ম ও অপরাধ করে কেউ ছাড় পাবে না। তিনি বলেন, মানবতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা রোহিঙ্গাদের উসকে দিতে চায়। বিএনপি বিদেশিদের রোহিঙ্গাদের নিয়ে কিছু বলেনি। উল্টো দেশের বিরুদ্ধে বিষোদগার করেছে। এখন তাদের নেতা লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ওবায়দুল কাদের বলেন, আগামী ১৫ ডিসেম্বরের আগে কক্সবাজারের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন শেষ করতে হবে। কমিটিতে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় দলের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বনেতারা এখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। আমাদের আচরণ ও কর্মকান্ডে র কারণে যেন প্রধানমন্ত্রীর অর্জন নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। মনে রাখবেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে কেউ শান্তিতে থাকতে পারবেন না। জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক এমপি আবদুর রহমান বদিসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতারা বক্তৃতা করেন।