Home খেলা ফিটনেস ইস্যু নিয়ে মিথ্যাচার করেছে বিসিবি: মাশরাফি

ফিটনেস ইস্যু নিয়ে মিথ্যাচার করেছে বিসিবি: মাশরাফি

SHARE

উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। বিসিবিকে নিয়ে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের করা মন্তব্যের পর এবার বিস্ফোরক দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিসিবির নানা অসঙ্গতি নিয়ে খোলামেলা কথা বলেছেন বেসরকারি একটি টেলিভিশনে।

টেলিভিশনটির এক প্রতিবেদনে মাশরাফি বলেন, ‘আমারতো ফিটনেস কোনদিন ফেলই নাই। অনেককেই বলতে শুনেছি মাশরাফি হয়তোবো ফিট নাও থাকতে পারে। বাইরের একজন দর্শক নাও জানতে পারে কিন্তু বিসিবির দায়িত্বে থেকে যারা এমন কথা বলে তখন খুবই অবাক লাগে। তারা কি আসলেই কোন তথ্য রাখে বা তারা কি ঠিকমতো অফিস করে’।

সাবেক এই অধিনায়ক আরও বলেন, বিগত ২০ বছরে আমার একটা ফিটনেস টেস্ট ফেল ছিলো না। বিসিবির কাছ থেকে কিছুটা সত্যি কথা আশা করেছিলেন বলে জানা মাশরাফি। তিনি বলেন, পুরোটা না হোক কিছুটা সত্য বললে তাও হতো। তাদের কাছ থেকে কিছুটা সত্যতো আশা করতেই পারি আমি’।