Home খেলা রাতে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপের খেলা

রাতে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপের খেলা

SHARE

বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপের খেলায় রাত পৌনে ২টায় ‘এ’ গ্রুপের ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে আজারবাইজান। একই সময়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের ঘরের মাঠে প্রতিপক্ষ ইউক্রেন। ‘ই’ গ্রুপের লড়াইয়ে বেলজিয়ামের মাঠে অতিথি হবে ওয়েলস।

জাতীয় দলের হয়ে ঘরের মাঠে খেলতে এতদিন পর্তুগালে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর করোনার কারণে ভেন্যু বদলানোয় এবারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পুরো পর্তুগাল দলই উড়ে এসেছে রোনালদোর ক্লাব য়্যুভেন্তাসের শহর তুরিনে।

এর আগে টানা পাঁচ বিশ্বকাপের মূলপর্বে খেলা পর্তুগাল মাঠে নামবে কখনোই বিশ্বকাপ না খেলা আজারবাজাইনের বিপক্ষে। ৬ষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার মিশনে পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্তোস দলে পাবেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসেলো, পোর্তোর পেপের মতো তারকাদের।

২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সের মাঠ স্টেড ডি ফ্রান্সে খেলতে আসবে সব শেষ ২০০৬ বিশ্বকাপ খেলা ইউক্রেন। কিংবদন্তি ফুটবলার আন্দ্রেই শেভচেঙ্কোর কোচিংয়ে বিশ্বকাপে ফেরার স্বপ্ন দেখছে ইউক্রেন। তবে প্রতিপক্ষ যখন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স তখন প্রথম ম্যাচে জয়টা সহজ হবে না ইউক্রেনিয়ানদের। এমবাপ্পে-গ্রিজমান-পগবা-ভারানদের মতো তারকারা থাকছেন এ ম্যাচে, তাই শিরোপা ধরে রাখার লড়াইয়ে ইউক্রেনের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশ্যম।

বেলজিয়ামের ডেন ড্রিফ স্টেডিয়ামে প্রতিপক্ষ ওয়েলস। ফিফা র‌্যাংকিং-এর শীর্ষ দল বেলজিয়াম। এ ম্যাচে তাই ফেভারিট স্বাগতিকরাই। তবে সব শেষ লড়াইয়ে ২০১৬ ইউরোতে ওয়েলসের কাছে ৩-১ গোলে হারের কথা মনে আছে বেলজিয়ানদের। এ ম্যাচে তাই দল সাজাতে কৌশলী হবেন বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ। লুকাকু-ডি ব্রুয়াইনা-কোর্তোয়ারা থাকলেও ইনজুরির কারণে এ ম্যাচে বেলজিয়াম পাবে না ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডকে। অন্যদিকে ওয়েলসের দলে আছেন গ্যারেথ বেল, ইনজুরির কারণে খেলবেন না অ্যারন রামসি।