Home খেলা হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে নামবে টাইগাররা

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে নামবে টাইগাররা

SHARE

আরও একবার হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অকল্যান্ডে দু’দলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে বাজে পারফরমেন্সে ৬৬ রানে হারে টাইগাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি ফিল্ডিংও ছিল সমালোচনায়। নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে কিছুটা স্বস্তি ফিরলেও, সৌম্য-নাইম ছাড়া বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থতার বৃত্তে। এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ৮ দেখার সবকটিই হারল লাল-সবুজরা। অকল্যান্ডের ইডেন পার্কের উইকেটেও ম্যাচটা হবে হাইস্কোরিং।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এই ভেন্যুতে সর্বোচ্চ ২৪৫ রানের ইনিংসের রেকর্ড আছে ইংল্যান্ডের। এই মাঠে একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও, এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ।