Home খেলা জার্মানদের কষ্টের দিনে আনন্দে ভাসল ইংল্যান্ড

জার্মানদের কষ্টের দিনে আনন্দে ভাসল ইংল্যান্ড

SHARE

জার্মানদের কষ্টের দিনে আনন্দে ভেসে যাচ্ছে ইংল্যান্ড। বাছাইপর্বে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে থ্রি লায়নরা। পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে সাউথগ্যাট বাহিনী।

ওয়েম্বলি স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে ছিলো স্বাগতিকরা। নিজেদের সেরা তারকা রবার্ট লেওয়ানডোস্কি’কে ছাড়াই মাঠে নামতে হয় পোল্যান্ডকে। ফলাফল একেবারেই চাপে ফেলা যায়নি থ্রি লায়নদের।

১৯ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। ল্যাম্পার্ডকে সরিয়ে স্পট কিক থেকে ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাকে নিজের করে নেন টটেনহ্যাম সুপারস্টার। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগটাও এসেছিলো তার সামনে। কিন্তু পোলিশ গোলরক্ষকের দৃঢ়তায় হয়নি তা।

এরপর পুরো প্রথমার্ধ্ব আর কোন গোলের দেখা পায়নি কোন দল।

ফিরে এসে অবশ্য ইংলিশদের বিপক্ষে সমতা আনে পোল্যান্ড। মোডেরের গোলে ৫৮ মিনিটে আনন্দে ভাসে পোলিশ শিবির। গোলরক্ষক আর ডিফেন্ডারের ভুল বোঝাবুঝির ফায়দা নেয় মোডের। যদিও এতে, শেষ রক্ষা হয়নি পোলিশদের।

৮৫ মিনিটে হ্যারি ম্যাগুয়েরে’র গোলে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত এই গোলটাই ব্যবধান গড়ে দেয় দু’দলের মধ্যে।

তিন ম্যাচের সবগুলোতে জয় পাওয়ায় গ্রুপের শীর্ষস্থানে আছে ইংল্যান্ড। আর ৭ পয়েন্ট নিয়ে দু’য়ে আছে হাঙ্গেরি।