মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বাধতে পারে বলে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন জাতিসংঘে মিয়ানমারের দূত ক্রিস্টিন শ্র্যানার বার্গনার।
বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি একথা বলেন। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের অনুরোধ করেন তিনি।
নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে মতবিরোধ উপেক্ষা করে মিয়ানমারের জনগণের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ক্রিস্টিন। এছাড়া মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়াও মো তুন। তবে বুধবারের বৈঠকে কোন সিদ্ধান্তে আসতে পারেনি নিরাপত্তা পরিষদ।
এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতাদের একটি দল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে। এছাড়া অসহযোগ আন্দোলন জোরদার করতেও নানা পরিকল্পনা নিয়েছেন ক্ষমতাচ্যুত নেতারা।