Home আন্তর্জাতিক এবার করোনা আক্রান্ত আলিয়া

এবার করোনা আক্রান্ত আলিয়া

SHARE

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এফডব্লুআইসিই (ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্পলয়িজ)-এর সাধারণ সভাপতি অশোক দুবের বরাত দিয়ে অভিনেত্রীর করোনা আক্রান্তের সংবাদটি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা।

এদিকে বৃহস্পতিবার (১ এপ্রিল) মধ্যরাতে ইনস্টাগ্রামে করোনার আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দেন আলিয়া। লেখেন, নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। সেখানেই চিকিত্সকের পরামর্শ মেনে চলছেন।

এর আগে ৯ মার্চ আলিয়ার প্রেমিক রণবীর কাপুর করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে, ১৫ মার্চ পরিচালক সঞ্জয় লীলা বানসালিও এ ভাইরাসে আক্রান্ত হন। রণবীর ও সঞ্জয়ের করোনা হওয়ার পরে আলিয়া আইসোলেশনে ছিলেন।

স্থগিত হয়ে গেছে সঞ্জয় লীলা বানসালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ শুটিংয়ে কাজ। রণবীর কাপুর ও আলিয়া ভাট রয়েছেন এ সিনেমার অন্যতম প্রধান দুই চরিত্রে।