Home রাজনীতি হেফাজতের শীর্ষ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব

হেফাজতের শীর্ষ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব

143
0
SHARE

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির–মহাসচিবসহ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সংস্থাটির প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এই তথ্য নিশ্চিত করেন। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই হিসাব তলব করা হয়েছে বলে তিনি জানান।

মোদিবিরোধী আন্দোলনের পর গত বৃহস্পতিবার (১ এপ্রিল) তাদের হিসাব তলব করা হয়। হেফাজতের শীর্ষ নেতাসহ বিভিন্ন জেলায় হেফাজতের ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

জানা গেছে, ব্যাংক হিসাব তলব করা নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হুসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাইল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।