বান্দরবানের লামায় ৩৮ পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৩৮) মেম্বারকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশাররফের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ২টায় লামা পৌরসভার লাইনঝিরি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার মৃত দানু মিয়ার ছেলে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ইয়াবাসহ ইউপি মেম্বারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে আগেও বেশ কয়েকটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ইতিমধ্যে তাকে একাধিকার জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। আগামীকাল তাকে আদালতে চালান করা হবে।