Home খেলা কোহলির দলের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার করোনা পজিটিভ

কোহলির দলের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার করোনা পজিটিভ

SHARE

আইপিএল শুরু হতে আর মাত্র দুদিন বাকি। এর মধ্যেই একের পর এক আসছে করোনা আক্রান্তের খবর। এবার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়লেন বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস।

বুধবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্যামসের করোনা পজিটিভ হওয়ার খবর জানানো হয়েছে। গত ৩ এপ্রিল চেন্নাইয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু স্কোয়াডে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই যোগ দিয়েছিলেন তিনি।

ব্যাঙ্গালুরু এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, স্যামস করোনা পজিটিভ হলেও তার মধ্যে তেমন কোনো লক্ষণ নেই। আপাতত তাকে আইসোলেশনে রাখা হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

এদিকে, স্যামসের দুঃসংবাদ পাওয়ার দিন একটি সুসংবাদও পেয়েছে ব্যাঙ্গালুরু। গত ২২ মার্চ করোনা পজিটিভ হওয়া দেবদূত পাড্ডিকেল করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

এবারের আইপিএলে ৯ এপ্রিল উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে কোহলির ব্যাঙ্গালুরু। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।