Home রাজনীতি খালেদা জিয়ার বাসভবনের ৯ জন করোনায় আক্রান্ত

খালেদা জিয়ার বাসভবনের ৯ জন করোনায় আক্রান্ত

SHARE

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. মামুন। রবিবার (১১ এপ্রিল) গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের এ তথ্য জানান মামুন।

মামুন বলেন, ‘খালেদা জিয়ার কোনও উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনায় আক্রান্ত হওয়ার পর তারও পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার কোনও উপসর্গ না থাকলেও পরবর্তী কিছু ঘটলে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার জন্য একটা কেবিন বুকিং করে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল শনিবার (১০ এপ্রিল) বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার (১১ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল নমুনা নেওয়া হয়েছে। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। দেশবাসীকে আহ্বান জানাবো, খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন, তার রোগমুক্তির জন্য দোয়া করেন।’