Home খেলা লাকাজেতের জোড়া গোলে আর্সেনালের জয়

লাকাজেতের জোড়া গোলে আর্সেনালের জয়

SHARE

সব প্রতিযোগিতা মিলিয়ে ট চার ম্যাচ পর জয় পেয়েছে আর্সেনাল। আলেকজান্দ্রে লাকাজেতের জোড়া গোলে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গানাররা।

শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া মাইকেল আর্তেতার দল এগিয়ে যায় ৩৩তম মিনিটে। দানি কাবেয়োসের পাস থেকে শেফিল্ডের জাল খুঁজে নেন লাকাজেতে। ফরাসি ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোল করেন ৮৫তম মিনিটে।

তার আগে টমাস পার্টির পাস থেকে ৭৭তম মিনিটে আর্সেনালের দ্বিতীয় গোল এনে দেন গাব্রিয়েল মার্তিনেলি। জানুয়ারির পর এবারই প্রথম গোলের দেখা পেলেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই জয়ে ৩১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ৯ম স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে অবনমনের শঙ্কায় থাকা শেফিল্ড।