Home অন্যান্য দেশে করোনা টিকাদানে সহায়তা করবে ফেসবুক

দেশে করোনা টিকাদানে সহায়তা করবে ফেসবুক

SHARE

বাংলাদেশে করোনা সচেতনতা বাড়াতে ও টিকা নিতে উদ্বুদ্ধ করতে সহায়তা করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

এ বিষয়ে এটুআই, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে ফেসবুক।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগের ‍মূল লক্ষ্য হলো বাংলাদেশে প্রতিরোধমূলক স্বাস্থ্য-সুরক্ষা চর্চা এবং টিকাদান নিয়ে সচেতনতা বৃদ্ধি।

ফেসবুকের বরাত দিয়ে দিয়ে বেঞ্চমার্ক পিআর জানায়।