Home আন্তর্জাতিক নিজেদের উদ্ভাবিত করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ কানাডার

নিজেদের উদ্ভাবিত করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ কানাডার

SHARE

নিজেদের উদ্ভাবিত এবং উৎপাদিত ‘কোভিজেনিক্স ভ্যাক্স ০০১’ পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করেছে কানাডা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই টিকা প্রয়োগ করা হয়েছে।

এই ভ্যাকসিনের আবিষ্কারক ইউনিভার্সিটি অব আলবার্টার গবেষক ড. জন লিউইস। এডমন্টনের এন্টস ফার্মাসিউটিক্যালসের এই ভ্যাকসিনটির একটি ডোজই কোভিডের বিপরীতে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি করে বলে গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।

মানবদেহে এর কার্যকারিতা এবং নিরাপত্তা বিষয়ে আগামী দুই মাসের মধ্যেই প্রয়োজনীয় ডাটা পাওয়া যাবে বলে ভ্যাকসিন উদ্ভাবক কোম্পানি আশা করছেন।