Home আন্তর্জাতিক চীনের অর্থনীতি বেড়েছে ১৮.৩ শতাংশ

চীনের অর্থনীতি বেড়েছে ১৮.৩ শতাংশ

SHARE

চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ১৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে চীনের অর্থনীতি।

১৯৯২ সালের পর দেশটিতে এবারই প্রথম তিন মাসের হিসেবে সবচেয়ে বেশি জিডিপি বেড়েছে। রেকর্ড জিডিপির বৃদ্ধি হলেও এর চেয়ে বেশিই প্রত্যাশা ছিল চীনা অর্থনীতিবিদদের। ১৯ শতাংশ জিডিপির আশা করেছিলেন তারা।

দেশটির শিল্প উৎপাদন এক বছর আগের তুলনায় মার্চে বেড়েছে ১৪ দশমিক ১ শতাংশ। এছাড়া খুচরা বিক্রি বেড়েছে ৩৪ দশমিক ২ শতাংশ।

গতবছর করোনা মহামারিতে লকডাউনের কারণে প্রথম তিন মাসে দেশটির প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ নেমে যায়। করোনার ছোবলে অন্য দেশগুলোর অর্থনীতি যখন টালমাটাল সেখানে চীন ফিরতে শুরু করেছে আগের অবস্থায়। করোনার সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ ও অর্থনৈতিক প্রণোদনা এক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছে ধারণা অর্থনীতি বিশ্লেষকদের।