Home খেলা লা লিগা: বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল

লা লিগা: বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল

SHARE

স্প্যানিশ লা লিগায় বুধবার রাতে কাদিজের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে তারা ৩-০ গোলে হারিয়েছে কাদিজকে। এমন জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো লস ব্লাঙ্কোসরা।

৩২ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৭০ পয়েন্ট। ৩১ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে দ্বিতীয় স্থানে। আর ৩২ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে তৃতীয় স্থানে।

কাজিদের মাঠে ম্যাচের ৩০ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। এ সময় বল নিয়ে বক্সের মধ্যে ঢোকা ভিনিসিউস জুনিয়রকে ফাউল করেন কাদিজের ইসাক কার্সেলেন। ভিএআর চেক করে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বেনজেমা পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে।

এর মধ্য দিয়ে লা লিগায় ৩৫টি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে গোল করার কৃতিত্ব অর্জন করেন ফরাসি এই স্ট্রাইকার।

৩৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আলভারো অদ্রিওতোলা। এ সময় বাম দিক থেকে পাঠানো বেনজেমার ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান অদ্রিওতোলা।

৪০ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনজেমা। এ সময় কাসেমিরোর ক্রস থেকে হেডে গোল করেন তিনি। তাতে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল। অবশ্য জয়ের জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।