টানা তৃতীয় দিনের মতো বিশ্বজুড়ে ১৩ হাজারের ওপর মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট প্রাণহানি ৩০ লাখ ৮৪ হাজার ছাড়ালো।
২৪ ঘণ্টার হিসাবে প্রাণহানি আর শনাক্তের হার কিছুটা কমেছে ব্রাজিলে। লাতিন দেশটিতে বৃহস্পতিবারও মারা গেছেন ২ হাজারের ওপর। নতুনভাবে ৪৯ হাজারের বেশি মানুষের শরীরে মিললো- ভাইরাসটি।
এদিকে ৮৮৪ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র; শনাক্ত সাড়ে ৬৬ হাজারের মতো সংক্রমণ। দিনে- ৭শ’র কাছাকাছি প্রাণহানি দেখেছে পোল্যান্ড। সাড়ে ৫শ’ মানুষ মারা গেছেন মেক্সিকো ও আর্জেন্টিনায়।
এছাড়া চার থেকে সাড়ে ৪শ’র বেশি মৃত্যু দেখলো রাশিয়া, ইউক্রেন, ইরান ও কলম্বিয়া। বিশ্বজুড়ে একদিনে আরও ৮ লাখ ৮৩ হাজার মানুষের দেহে মিললো ভাইরাসটি। মোট সংক্রমিত সাড়ে ১৪ কোটির ওপর।