Home জাতীয় করোনাকালে মানবকল্যাণের অবদান স্মরণীয় হয়ে থাকবে: তথ্যমন্ত্রী

করোনাকালে মানবকল্যাণের অবদান স্মরণীয় হয়ে থাকবে: তথ্যমন্ত্রী

SHARE

বৈশ্বিক মহামারি করোনাকালে মানবকল্যাণের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাজধানীর সায়েদাবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণী অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় তিনি এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে এলাকার প্রায় ৩০০ মানুষের মাঝে মাস্ক ও চাল, ডাল, আলু, পেঁয়াজসহ খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে যারা সাড়া দিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসছেন মহামারি করোনা মোকাবিলায় তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাসুদুর রহমানের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম ও সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ।