Home খেলা এভারটনের কাছে আর্সেনালের ১-০ গোলে হার

এভারটনের কাছে আর্সেনালের ১-০ গোলে হার

SHARE

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হারের লজ্জা পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে গোলরক্ষক বার্নাড লেনো’র ভুলে এভারটনের কাছে ১-০ গোলে হেরেছে গানাররা।

ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম শেষ দিকে। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে এখন ক্লাবগুলো। একই লক্ষ্য নিয়ে এমিরেট স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্সেনাল ও এভারটন। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধে দুর্দান্ত দু’টি সেভ করে এভারটনকে গোল বঞ্চিত করেন আর্সেনাল কিপার লেনো। তবে দ্বিতীয়ার্ধে এই জার্মানের ভুলেই হারে আর্সেনাল। ৭৬ মিনিটে এভারটন স্ট্রাইকার রিচারলিসনের ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতি গোল করে বসেন লেনো। আর তাতেই ১-০’র জয়ে টেবিলের ৮ নম্বরে এভারটন।

চারে থাকা চেলসির সাথে অ্যানচেলোত্তির দলের পয়েন্ট ব্যবধান মাত্র তিন।