Home আন্তর্জাতিক চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

SHARE

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর বহিরাগত কর্তৃক হামলার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা।

আজ বুধবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা এ প্রতিবাদ শুরু করে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল হক ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগ না দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে মেডিকেল কলেজে ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া পাল্টা-ধাওয়ার পর তাদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এর পর একদল বহিরাগত কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়।

এদিকে আকস্মিকভাবে কর্মবিরতিতে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।