Home জাতীয় মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে কাজ করে যাচ্ছে সরকার : রেলমন্ত্রী

মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে কাজ করে যাচ্ছে সরকার : রেলমন্ত্রী

SHARE

বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে কাজ করে যাচ্ছে সরকার”। একই সাথে করোনা ভাইরাসসহ সকল প্রকার দুর্যোগে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের পাশে এগিয়ে যাচ্ছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে করোনায় ক্ষতিগ্রস্থ্য দুই’শত দুস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য ও ঈদ সামগ্রী (চাল, ডাল, লবন, তেল, চিনি, সেমাই ও আলু) বিতরণ কালে রেলমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দুর্যোগে শুধু সরকার নয়, সমস্যা গ্রস্থ্য মানুষের পাশে বিত্তবানরাও সাড়া দিলে দেশের সকল সমস্যা লাঘব করা সহজ হবে। এজন্য সরকারের পাশাপাশি মানবিকতার হাত বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসতে আহব্বান জানান।

করোনা ভাইরাসের এই কালে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সকলে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

এসময় অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোলেমান আলী, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা প্রমূখ।