Home খেলা মৃত্যুবরণ করলেন সাবেক বিসিবি সভাপতি

মৃত্যুবরণ করলেন সাবেক বিসিবি সভাপতি

SHARE

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি কামাল জিয়াউল ইসলাম (কে.জি ইসলাম) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নির্মাণ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

৮৬ বছর বয়সী বিসিবির সাবেক সভাপতি কে জি ইসলাম নিজ বাসভবনে আজ বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৮৩ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কে জি ইসলামের আমলেই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ (১৯৮৬ সালের এশিয়া কাপে) খেলার গৌরব অর্জন করে। তিনি ছিলেন বিসিবির চতুর্থ সভাপতি। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন হচ্ছেন ১৪তম।