Home খেলা করোনার টিকা নিলেন কোহলি

করোনার টিকা নিলেন কোহলি

SHARE

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সোমবার নিজের ইন্সটাগ্রামে স্টোরিতে টিকা নেওয়ার ছবি দিয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কোহলি লিখেছেন,‘যত দ্রুত সম্ভব টিকা নিন এবং নিরাপদে থাকুন।’

করোনায় স্থগিত হয়ে গেছে আইপিএল। তাই কোহলিদের ভাবনায় এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর ইংল্যান্ড সফর।

ইংল্যান্ড সফরের আগেই ভারতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নির্দেশনা মেনেই ভ্যাকসিন নিতে শুরু করেছেন দলের সদস্যরা।