Home আন্তর্জাতিক করোনায় বিশ্বে একদিনে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু

করোনায় বিশ্বে একদিনে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু

SHARE

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ৩৪ লাখ ৫৭ হাজার ৬০১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জন।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিশ্বে ১২ হাজার ৯৪৫ জন মারা গেছেন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ১৬৩ জন।

আর এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৪২১ জন।