Home আন্তর্জাতিক গাজায় ধ্বংস হওয়া বাড়িতে ফিরতে শুরু করেছ ফিলিস্তিনিরা

গাজায় ধ্বংস হওয়া বাড়িতে ফিরতে শুরু করেছ ফিলিস্তিনিরা

SHARE

টানা ১১ দিন ধরে তাণ্ডব চালানোর পর গতকাল শুক্রবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ওই ঘোষণা পেয়ে উল্লাসে ফেটে পড়ে ফিলিস্তিনিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে গাজায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোতে হাজার হাজার ফিলিস্তিনি ফিরে আসা শুরু করেছে।

মূলত নিজেদের ঘরবাড়ির পরিস্থিতি দেখার জন্য তারা ছুটে আসছে। টানা ১১ দিন যুদ্ধ চলার পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ফিলিস্তিনিরা স্বস্তি নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছে। তবে বাড়ির অবস্থা যখন ধ্বংসস্তুপের মতো দেখছে তারা, অনেকেই কান্নায় ভেঙে পড়ছে।ইসরায়েলি সাম্প্রতিক হামলায় গাজায় মোট মারা গেছে ২৪৮ জন। তাদের মধ্যে ৬৬ জনই শিশু। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ১৯০০ জন।