তিনি যাই পরেন তাতেই দৃষ্টি আকর্ষণ করেন সকলের। কারণ তিনি বলিউডের বেবো।
সাইফপত্নী কারিনা কাপুর খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখে মাস্ক পরে একটি ছবি শেয়ার করেন করিনা। সেখানে সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করেন তিনি। সাদা প্রিন্টেড টি-শার্টের উপর বড় বড় অক্ষরে লেখা ‘PROPAGANDA’। সেটা বড় কথা নয়। বড় কথা হল মাস্ক।
কালো রঙের ব্র্যান্ডেড লুই ভুইতোঁ (Lousi Vuitton) এর মাস্ক দেখা গেল তাঁর মুখে। লুই ভুইতোঁ হল জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা। মাস্কের দাম শুনলে চোখ কপালে উঠবে।
জানা গিয়েছে, কারিনা যে টি-শার্টটি পরে রয়েছেন তাঁর দাম ১৪০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৭১২ টাকা। কিন্তু জামার থেকেও দামী মাস্ক পরেন করিনা। মাস্কটির দাম ৩৫৫ ইউএস ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার ৭৬৩ টাকা। যদিও এর আগে রণবীর সিং বা দীপিকা পাড়ুকোনকেও একই কোম্পানির মাস্ক ব্যবহার করতে দেখা গেছে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে তথা বলিউডে করোনার বিস্তার মারাত্মক। কোভিড বিধি মেনে চলার আর্জি জানাচ্ছেন তারকারাও।