Home আন্তর্জাতিক আগামী কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন সু চি

আগামী কয়েক দিনের মধ্যে আদালতে হাজির হবেন সু চি

SHARE

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির শারীরিক অবস্থা ভালো এবং আগামী কয়েক দিনের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে। বৃহস্পতিবার হংকংয়ের ফোনিক্স টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং।

সু চিকে ক্ষমতাচ্যুতের পর এই প্রথম জান্তা প্রধান কোনো বিদেশি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন। দুই ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারটির পুরো অংশ এখনও সম্প্রচারিত হয়নি।

জেনারেল মিন অং বলেছেন, ‘অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। তিনি বাড়িতে অবস্থান করছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে তিনি আদালতে হাজির হবেন।’

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকে গৃহবন্দি রাখা হয়েছে সু চিকে। বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।