Home জাতীয় ঢাকায় আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি

ঢাকায় আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি

SHARE

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলকান বাজকার মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ সফরে আসছেন। সোমবার (২৪ মে) ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

তুরস্কের এই কূটনীতিক এ সফরে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

একই দিনে দুপুরে ভলকান বাজকার ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তব্য রাখবেন। তার এই বক্তব্যটি বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে- বৈশ্বিক সংকট ও জরুরি অবস্থা নিরিখে হবে বলে জানা গেছে।

তিনি জাতিসংঘের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেখা করতে কক্সবাজারেও যাবেন। তাকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএইচসিআর প্রতিনিধি কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে অবহিত করা হবে এবং পর্যবেক্ষণ করানো হবে।