শিখার মিডিয়ায় প্রথম যাত্রা শুরু হয় ২০১৫ সালে মডেলিং দিয়ে। আকবরিয়া লাচ্ছা সেমাইয়ের বিজ্ঞাপনের মডেল হয়ে সকলের নজর কাড়েন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন জামান রায়হান। এরপর রাকিবুল ইসলাম রাজনের পরিচালনায় ভ্যাটের উপর সরকারি বিজ্ঞাপন, রবি সিমের ক্রিকেটারদের নিয়ে বিজ্ঞাপনের মডেল, মিতালী থ্রি পিস, কানিজ ফ্যাশন বার্ডসহ আরও বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। হাতে আছে বেশ কয়েকটি বিজ্ঞাপন। এরমাঝে নিজেকে জড়িয়ে ফেলেন মিউজিক ভিডিওর মডেল হিসেবে।
মডেলিং এবং মিউজিক ভিডিও ছাড়াও শিখা খান অভিনয়েও অনেকটা এগিয়ে গেছেন। এ পর্যন্ত বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করেছেন। তারমধ্যে অপারেশন সার্চলাইট, বিসিএস ক্যাডার অন্যতম। স্যুটিং ও কথা চলছে কয়েকটি নাটকের নির্মাতার সঙ্গে। শিখা খান জানান মিডিয়ার সকল মাধ্যমেই আমি বিচরণ করতে চাই। কাজের প্রতি একাগ্রতা থাকলে আমি জানি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। সে লক্ষ্যেই নিজেকে তৈরি করে নিচ্ছি।সম্প্রতি তিনি একটি মিউজিক ভিডিওতে কাজ করেন। এছাড়া তার আর একটি মিউজিক ভিডিও বেশ সাফল্য অর্জন করেন। যার নাম বুম বুম।
নিজের অনুভতি ব্যাক্ত করে এই মডেল বলেন , সবার খুব প্রশংসা পাচ্ছি। আশা করি সামনের দিনে আরো পাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবার মুখ উজ্জ্বল করতে পারি। আমি আরো বেশি অভিনয় শিখতে চাই। সারা বাংলাদেশের মানুষ যেন আমাকে এক নামে চেনে। আর আমি একজন ভালো মানের অভিনেত্রী হতে চাই। আর আপনারা সবাই করোনার ভিতর সাবধানে থাকবেন। নিজে ভালো থাকবেন বাংলাদেশকে ভালো রাখবেন।