মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ হাজার ৬১৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪১ জন। করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনে।