করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের দিকে বারবারই আঙ্গুল তুলেছে যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেওর মন্তব্যে ইঙ্গিত মিলেছে চীনের সেনাবাহিনীর গবেষণার ফলেই উৎপত্তি হয়েছিল করোনাভাইরাসের! বিশেষজ্ঞ মহল এমনটাই দাবি করেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্র সচিব বলেন, ‘চীনের ওই গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি গোপনে চীনের সেনা সংক্রান্ত গবেষণাতেও যুক্ত ছিল।’
পম্পেও জানিয়েছেন, ‘আমি নিশ্চিত হয়েই বলতে পারি, ওই গবেষণাগারে চীনের পিপল লিবারেশন আর্মির হয়ে কাজ চলছিল। সুতরাং জনস্বার্থে কাজ চলার যে দাবি চীন করেছে, তার আড়ালে গোপনে সেনাবাহিনীর কাজ চলছিল।’
পম্পেওর সংযোজন, কী গবেষণা চলছিল, তার বিশদ আজও জানায়নি চীন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণাগারে প্রবেশ করতে চাইলে, তাদেরও অনুমতি দেয়নি চীন।
উল্লেখ্য, কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল এবং উৎপত্তির কারণ নিয়ে ক্রমশই চীনের ওপর চাপ বাড়াচ্ছে বিশ্বের অন্য দেশগুলো। বিশ্বে করোনা অতিমারির আসল কারণ জানতে সমস্যার মূলে পৌঁছনোর দাবি জানিয়েছেন বিজ্ঞানীরাও।
খবর আনন্দবাজার পত্রিকার