উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হয়েছেন। গত ২২ মে তার কোল আলো করে আসে একটি পুত্র সন্তান। অবশেষে পুত্রের ছবি প্রকাশ্যে এনেছেন শ্রেয়া। সেই সঙ্গে জানিয়েছেন তার নামও।
ফেসবুকে পুত্র এবং স্বামী শিলাদিত্য মুখার্জির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল। সেটার ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবন বদলে দিয়েছে সে। আমি আর শিলাদিত্য এই অপূর্ব উপহারের জন্য কৃতজ্ঞ।’
শ্রেয়া জানালেন, তাদের পুত্রের নাম রেখেছেন দেবযান মুখোপাধ্যায়। তবে ছবিতে ছেলের মুখটা দেখা যাচ্ছে না। শ্রেয়া লিখেছেন, সে গত ২২ মে এসেছে এবং আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আগমনের সেই এক মুহূর্তেই সে আমাদের হৃদয়ে আলোবাসা ছড়িয়ে দিয়েছে, সেটা কেবল একজন মা ও বাবাই উপলব্ধি করতে পারবে। এটা নিখাদ নিঃশ্বার্থ ভালোবাসা। এখনো মনে হচ্ছে স্বপ্ন!
প্রসঙ্গত, ২০১৫ সালে শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। তারা দু’জন ছোট বেলা থেকেই বন্ধু ছিলেন। এরপর দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন।