Home জাতীয় করোনায় প্রাণ গেল আরও ৩০ জনের, শনাক্ত ১৯৭০

করোনায় প্রাণ গেল আরও ৩০ জনের, শনাক্ত ১৯৭০

SHARE

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ১২ হাজার ৯৬০ জন।

সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৭৪০ জন। এ মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৪৪ হাজার ৫১৪ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৯২৯ জন।