Home আন্তর্জাতিক আলঝেইমারের চিকিৎসায় প্রথম ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আলঝেইমারের চিকিৎসায় প্রথম ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

SHARE

বয়স্কদের মস্তিষ্কের স্মৃতিভ্রমের রোগ আলঝেইমারের চিকিৎসায় অ্যাডুকেনুম্যাব নামে একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। গত দুই দশকের মধ্যে এই রোগের প্রথম ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের নতুন এই ওষুধটির অনুমোদনের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল দাতব্য সংস্থাগুলো। তবে পরীক্ষার ফলাফল নিয়ে অনিশ্চয়তার কারণে এর সম্ভাব্য প্রভাবের ব্যাপারে বিজ্ঞানীদের মাঝে দ্বিমত রয়েছে।

এক বিবৃতিতে এফডিএ জানায়, অ্যাডুকেনুম্যাব মস্তিষ্কে অ্যালঝেইমার সৃষ্টিকারী এক ধরনের প্রোটিন হ্রাস করতে পারে বলে প্রমাণ মিলেছে। ফলে রোগীদের গুরুত্বপূর্ণ উপকারের পূর্বাভাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এই ওষুধটির।

বিবিসি জানায়, মানবদেহে ওষুধটির তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হয়েছিল। এতে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কে অ্যালঝেইমারের উপসর্গ হ্রাস করেছে অ্যাডুকেনুম্যাব। ২০১৯ সালের মার্চে অ্যাডুকেনুম্যাবের শেষ ধাপের আন্তর্জাতিক ট্রায়াল পরিচালিত হয়। এতে অন্তত ৩ হাজার স্বেচ্ছাসেবী রোগী অংশ নেন।