Home আন্তর্জাতিক লাদাখে যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া,পর্যবেক্ষণ ভারতের

লাদাখে যুদ্ধবিমান নিয়ে চীনের মহড়া,পর্যবেক্ষণ ভারতের

SHARE

অনেকদিন ধরেই চীন ও ভারতের সেনাবাহিনী লাদাখে মুখোমুখি অবস্থানে রয়েছে। দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি পূর্ব লাদাখে ২২টি যুদ্ধবিমান নিয়ে মহড়া দিয়েছে চীনা বিমান বাহিনী। তবে ভারত বলছে, চীনের এ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা।

ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ২১-২২টি যুদ্ধবিমান ভারতের ভূখণ্ডের বিপরীতে পূর্ব লাদাখে মহড়া দিয়েছে। এর মধ্যে জে-১১ ও চীনের তৈরি সুখোই-২৭ ও কয়েকটি জে-১৬ যুদ্ধবিমান ছিল।

এদিকে মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে লাদাখে ভারতের বিমান বাহিনী নিয়মিত মহড়া দিচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়। এ ছাড়া ভারতীয় বিমান বাহিনী রাফায়েল যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।