‘ভুল করো না’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানহা তাসনিয়া। টাইগার মিডিয়ার ব্যানারে এটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। সাইকোলজিক্যাল ও রোমান্টিক-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হয়েছে এটি। তৌসিফ-তানহার সঙ্গে আর অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
ফিকশনটি প্রসঙ্গে নির্মাতা বলেন, সবসময় ব্যতিক্রম গল্পগুলো আপনাদের কাছে নিয়ে আসতে চাই। যে গল্প আমাকে ভাবায় না আমি সেটা কখনো বলতে চাই না। আমি সবসময় চাই দর্শকদের হতবাক করে বিনোদন দেওয়ার। এবারো আমি সেই চেষ্টাই করেছি।
ফিকশন প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ছোটপর্দায় আগের কাজগুলো থেকে দর্শকের ভালোবাসা প্রচুর পেয়েছে। তাই আরও বেশি নাটকে অভিনয় করার ইচ্ছা আছে। ‘ভয় করো না’ নাটকটিতে দর্শক রোমান্স, থ্রিলার দেখতে পারবে। গল্পে অনেক টুইস্ট আছে। আমার এজন্য এক কাজটি অন্যরকম চ্যালেঞ্জের ছিল।
‘ভুল করো না’ ফিকশনের ব্যপ্তিকাল ৬০ মিনিট। এটি প্রযোজনা করেছেন জাহিদ হাসান অভি। তিনি জানান, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে এটি। এরপর ওটিটি এবং ইউটিউবেও মুক্তি দেওয়া হবে। অভি মনে করেন, এ সময়ের সেরা গল্পে নির্মিত হয়েছে এটি। তার দর্শক এটিকে লুফে নেবে।