Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১,২৯৫ পিস ইয়াবা, ৬২৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ২১ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ১৫২ বোতল ফেন্সিডিল ও ৭৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।