Home বিনোদন এক সিনেমার জন্য ৫৫ কোটি চাইলেন মহেশ বাবু

এক সিনেমার জন্য ৫৫ কোটি চাইলেন মহেশ বাবু

SHARE

দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু এবং পরিচালক ত্রিভিক্রম শ্রিনিবাস। চলতি বছরের মে মাসেই সিনেমাটি নিয়ে ঘোষণা দেন পরিচালক শ্রীনিবাস।

এর প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘পারথু’। সিনেমাটি মহেশের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। সময়মতো সিনেমাটির কাজ শেষ হলে ২০২২ সালের এপ্রিল-মে মাসে মুক্তি পাবে সিনেমাটি।

মাসখানেক পর বছরের শেষদিকে সিনেমাটির কাজ শুরু করবেন তারা। এমনটাই কথা রয়েছে।

তবে এবার ভারতীয় গণমাধ্যমের এক চমকপ্রদ খবরে জানা গেছে, সিনেমাটির জন্য প্রায় ৫৫ কোটি রুপি অর্থ নিচ্ছেন মহেশ বাবু।

সম্প্রতি বলিউড লাইফ তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, এর আগে ২০০৫ সালে আতহাদু এবং ২০১০ সালে খালেজা নামক দুই সিনেমায় এক সাথে কাজ করেছেন মহেশ এবং শ্রীনিবাস। এবার দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে হলেন তারা। সিনেমাটির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ৫৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন মহেশ।

আশা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে নায়কের দাবি মেনে নেবে তাকে নিয়েই কাজটি শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠান৷

এদিকে, মহেশ বাবু বর্তমানে একটি অ্যাকশন থ্রিলার ফিল্মে কাজ করছেন। ‘সরকারু ভারি পাটা’ নামক এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কৃতি সুরেশ।