Home জাতীয় ঈদে ৮ দিন চলবে ট্রেন

ঈদে ৮ দিন চলবে ট্রেন

SHARE

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যেও ঈদকে কেন্দ্র করে আট দিন চলবে ট্রেন। আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ২২ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করবে। আজ সোমবার সন্ধ্যায় রেল মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, “স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট দেয়া হবে না। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।”

আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

এদিকে বাংলাদেশ রেলওয়েল অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী বলেন, “আগামীকাল বিকেল থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।”