Home খেলা সিরিজে সমতায় ফিরল জিম্বাবুয়ে

সিরিজে সমতায় ফিরল জিম্বাবুয়ে

SHARE

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ বল বাকি থাকতেই ১৪৩ রানে অলআউট হয়েছে।

বাংলাদেশের পক্ষে অভিষেক হওয়া শামীম পাটোয়ারী ব্যাট হাতে ঝলক দেখিয়ে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত পারেননি। ১৩ বলে ২টি ছক্কা ও ৩টি চারে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস উপহার দেন তিনি। এছাড়া আফিফ হোসেন খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানের ইনিংস।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাধেভেরের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন মাধেভেরে।

বোলিংয়ের শুরুতে দ্রুত স্বাগতিকদের ২টি উইকেট তুলে নেয় বাংলাদেশি বোলাররা। প্রথমে মেহেদী হাসান পরে সাকিব আল হাসান। এই দুই স্পিনার তুলে নেন টপ অর্ডারের দুই উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ১৫ রানে ফিরে যান তাদিওয়ানশে মারুমানি। তাকে বোল্ড করেন মেহেদী হাসান।

বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব। ভালোই খেলতে থাকা চাকাভাকে তুলে নেন সাকিব। সাকিবের বলে শরীফুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯ বলে ১৪ রান করে ফিরে গেছেন চাকাভা।

এরপর দলের হাল ধরেন ওয়েসলে মাধেভেরে। দেখেশুনে ব্যাট করে ইনিংসের ১৪তম ওভারে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন মাধেভেরে। তিনি করেন ৫৭ বলে ৭৩ রান। ডিওন মেয়ার্স করেছেন ২৬ রান। তবে ভালো করতে পারেননি অধিনায়ক সিকান্দার রাজা। রানআউটের ফাঁদে পড়ে ফিরে গেছেন মাত্র ৪ রান করে। তাকে রানআউট করেন সৌম্য সরকার। শেষ দিকে রায়ান বার্ল অপরাজিত থাকেন ৩৪ রানে।

বাংলাদেশের হয়ে শরীফুল ৩টি, সাকিব এবং মেহেদী হাসান নিয়েছেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৫৩ রানের মধ্যেই প্রথম সারির ৫ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। সৌম্য (৮), নাঈম (৫), মেহেদী হাসান (১৫), সাকিব আল হাসান (১২), মাহমুদউল্লাহ রিয়াদ (৪) ও নুরুল হাসান সোহান (৯) ব্যাট হাতে ব্যর্থ হন।

পরে শামীমকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়ে কিছুটা আশার আলো দেখান আফিফ। কিন্তু শামীম আউট হওয়ার পর ফিরে যান আফিফও।

শেষদিকে সাইফউদ্দিন পরাজয়ের ব্যবধান কমান। তিনি করেন ১৯ রান। জিম্বাবুয়ের হয়ে জংউই ও মুসাকান্দজা ৩টি করে, মুজারাব্বানি ও চাতারা ২টি করে উইকেট লাভ করেন। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল জিম্বাবুয়ে।