Home জাতীয় বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেফতার ৩৮৩

বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেফতার ৩৮৩

SHARE

কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে দুদিনে গ্রেফতার হলো ৭৮৬ জন। এছাড়া ১৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে ৯৫ হাজার ২৩০ টাকা আদায় করা হয়।

শনিবার (২৪ জুলাই) বিধিনিষেধ নিশ্চিতে দ্বিতীয় দিনে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আট বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩৮৩ জনকে গ্রেফতার করা হয়। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়ির বিরুদ্ধে মামলা করে। জরিমানা করা হয় ১০ লাখ ৮৩ হাজার টাকা।

এডিসি ইফতেখায়রুল ইসলাম আরও বলেন, করোনার সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে দ্বিতীয় দিনে বৃষ্টি উপেক্ষা করে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১৩৭ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়।